জার্মান যুবকদের বরিশাল আগমন

Barisalpedia থেকে

১৯৩৭ খৃৃস্টাব্দে বরিশালে সংবাদ এলো একদল জার্মান যুবক রাবারের নৌকায় সাগর পাড়ি দিয়ে বরিশালের দক্ষিণে উপক‚লে অবতরণ করেছে। জার্মান যুবকদের এ দুঃসাহসিক অভিযান বরিশালের জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তারা নৌকা করে পটুয়াখালী ও পিরোজপুর গমন করে এবং সেখানে তাদের সংবর্ধনা দেয়। বরিশাল টাউন হলে এবং মোক্তার লাইব্রেরীতে তাদের প্রাণঢালা সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রশ্ন হলো ইউরোপ হতে যুবকরা রাবারের নৌকায় কেমন করে বরিশালে এলেন। তাদের অভিযানের উদ্দেশ্য ছিল গোপনীয়। খুব সম্ভব তারা ডুবেজাহাজে এসেছিল এবং উপকূলে এসে রাবারের নৌকায় কূলে অবতরণ করেছিল। তাদের আগমনের পূর্বে সুভাষ বসু চিকিৎসার অজুহাতে মিউনিখ গমন করেন এবং হিটলারের সাথে সাক্ষাৎ করেছিলেন। সুভাষ বসু ১৯৩০ ও ১৯৪০ খৃৃস্টাব্দে বরিশালে এসেছিলেন। নৌযুদ্ধের দিক দিয়ে বরিশালের গুরুত্ব থাকায় জার্মানি প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের সময় বরিশালের উপকূল ব্যবহার করতে চেয়েছিল। জার্মানির সাথে যে সুভাষ বসুর যোগসূত্র ছিল, দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাঁর যুদ্ধের আয়োজন থেকে তা বোঝা যায়। সেই ঘটনার সাথেই জার্মান যুবকদের এই বরিশাল আগমনের যোগসূত্র ছিল বলে অনুমান করা যায়।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।