জামির শাহ

Barisalpedia থেকে

মিয়া জামির শাহ মোগল আমলে দক্ষিণ শাহবাজপুরে ইসলাম ধর্ম প্রচার করেন। মনপুরার মাঝগ্রামে তার মসজিদ ও মাজার ছিল। গ্রামটি মেঘনা নদীতে বিলীন হয়ে গেছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।