জানকীনাথ কবিকণ্ঠহার

Barisalpedia থেকে

পন্ডিত জানকীনাথের আবির্ভাব আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামে পঞ্চদশ শতক। তাঁর পিতার নাম ত্রিলোচনা দাশ কবীন্দ্র। রোহিণীকুমার সেন লিখেছেন ‘জানকী নাথ কবিকণ্ঠহার “চর্করিত রহসা” নামক ব্যাকরণের অংশবিশেষ যঙ-লুগন্ত প্রত্যয় সম্বন্ধে শ্লোকপূর্ণ গ্রন্থ রচনাকরতঃ নীরস বিষয়কে সরস করিয়া তুলিয়াছিলেন।’ জানকীনাথের পুত্র ভবানী নাথ এবং পৌত্র রঘুরামও পন্ডিত হিসেবে খ্যাতিমান ছিলেন। জানকীনাথ একজন বিখ্যাত নৈয়ায়িক ছিলেন। জানকী নাথ পঞ্চদশ শতকে আবির্ভূত হয়েছিলেন। ন্যায় সিদ্ধান্ত মঞ্জরী ও আন্বীক্ষিকীতত্ত্ব বিবরণ জানকীনাথ রচিত। প্রথম গ্রন্থে তিনি স্বরচিত মনিমরীচি ও তাৎপর্যদীপিকার উল্লেখ করেছেন। তার শিষ্য কলাদ তর্কবাগীশের ভাষারত্ন ও তত্ত্বচিন্তামণির অনুমান খন্ডের টীকা রচনা করেছেন। জানকীনাথের পুত্র ভবানী নাথ সার্বভৌম ও পৌত্র রঘুনাম কবিকন্ঠ ভরণ ও রঘুরাম দাশ কবিকন্ঠ পান্ডিত্য গৌরবে প্রসিদ্ধি লাভ করেন।



তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)