জাতীয় বিদ্যালয়, বরিশাল

Barisalpedia থেকে

জনগণের অনুরোধে এবং কংগ্রেসের নির্দেশে ১৯২১ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রাজা বাহাদুরের হাবেলির সভায় ব্রজমোহন বিদ্যালয়কে জাতীয় বিদ্যালয় ঘোষণা করা হয়। সাথে একটি টেকনিক্যাল বিদ্যালয় খেলা হয়। টেকনিক্যাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন নগেন্দ্র বিজয় ভট্টাচার্য এবং জাতীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন অমৃতলাল দাশগুপ্ত। এমনিভাবে ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গৈলা, বাইসারী, বানারীপড়া প্রভৃতি স্থানে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।