"জাগরণী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৯৩১ সালে স্বদেশী আন্দোলনের কারণে পুরুলিয়া থেকে বহিষ্ক..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৩১, ১৮ অক্টোবর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৯৩১ সালে স্বদেশী আন্দোলনের কারণে পুরুলিয়া থেকে বহিষ্কৃত হয়ে রণেশ দাশগুপ্ত বরিশাল ব্রজমাহেন কলেজে এসে ভর্তি হয়েছিলেন। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশে কমিউনিস্ট সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক ও সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি ও তাঁর বন্ধু মতি মৌলিক (?) ‘জাগরণী’ নাম দিয়ে একটি হাতে লেখা পাক্ষিক পত্রিকা বের করেছিলেন। এর মোট চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকায় সমাজতন্ত্র স¤পর্কে প্রবন্ধ ছাপা হতো। পরবর্তীকালে কমিউনিস্ট হয়েছেন এমন অনেকে এ পত্রের লিপিকার পাঠকরূপে এখানে জড়ো হয়েছিলেন।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।