জাগরণী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩১, ১৮ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৩১ সালে স্বদেশী আন্দোলনের কারণে পুরুলিয়া থেকে বহিষ্ক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৩১ সালে স্বদেশী আন্দোলনের কারণে পুরুলিয়া থেকে বহিষ্কৃত হয়ে রণেশ দাশগুপ্ত বরিশাল ব্রজমাহেন কলেজে এসে ভর্তি হয়েছিলেন। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশে কমিউনিস্ট সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক ও সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি ও তাঁর বন্ধু মতি মৌলিক (?) ‘জাগরণী’ নাম দিয়ে একটি হাতে লেখা পাক্ষিক পত্রিকা বের করেছিলেন। এর মোট চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকায় সমাজতন্ত্র স¤পর্কে প্রবন্ধ ছাপা হতো। পরবর্তীকালে কমিউনিস্ট হয়েছেন এমন অনেকে এ পত্রের লিপিকার পাঠকরূপে এখানে জড়ো হয়েছিলেন।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।