জহর রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৫, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে (" জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯১৯। মৃত্যু ১ আগস্ট ১৯৭৭। আদি নিবাস..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)
জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯১৯। মৃত্যু ১ আগস্ট ১৯৭৭। আদি নিবাস বরিশাল। বাংলার চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা কৌতুকাভিনেতা। পিতা সতু রায়ও (১৮৯৫-৪.১১.১৯৭৭) অভিনেতা হিসাবে রঙ্গমঞ্চ ও চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩৮খ্রি. নারকেলডাঙা জর্জ হাই স্কুল থেকে ম্যাট্্িরক পাশ করেন। পাটনা থেকে আই.এ. পাশ করে সেখানের বিশ্ববিদ্যালয়ে প্রুফ-রিডিং-এর কাজ করেন। পরে সেখানে একটি দর্জির দোকানও করেছিলেন। এসব কাজের ফাঁকে ফাঁকে অভিনয়চর্চা চালিয়ে যান। ১৯৪৬ খ্রি. কলকাতায় এসে অর্ধেন্দু মুখার্জির পরিচালিত ‘পূর্বরাগ’ চিত্রে অবতীর্ণ হন। চিত্রে তাঁর প্রথম বড়ো ভূমিকা বিমল রায়ের ‘অঞ্জনগড়’ ছবিতে। ১৯৫৩খ্রি. রংমহল নাট্যমঞ্চে নিয়মিত শিল্পী হিসাবে যোগ দেন। পরে সাবিত্রী দেবী ও তাঁর পরিচালিত শিল্পীগোষ্ঠীর পক্ষে ওই মঞ্চ ভাড়া নিয়ে তিনি নাটক-নিদের্শনা শুরু করেন। এককভাবে এবং অজিত চ্যাটার্জির সঙ্গে মিলে অনেক কৌতুক রেকর্ড করেছেন। 

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।