জলাবাড়ির তালুকদার বিশ্বাস পরিবার

Barisalpedia থেকে

স্বরূপকাঠির জলাবড়ির বিশ্বাস কীর্তিপাশার খ্যাতিমান তালুকদার ছিলেন। এ পরিবারের মাধব নারায়ণ বিশ্বাস আমড়াঝুরির দত্তের বাড়ি বিয়ে করেন। তার পুত্র প্রাণনারায়ণ ও প্রতাপ নারায়ণ ছাগলের ব্যবসা করতেন। কথিত আছে তারা যখন সুতালরী বন্দর হযে নৌকায় যাচ্ছিল, তখন সুগন্ধার ভাঙ্গনকূলে অনেক স্বর্ণমুদ্রা প্রাপ্ত হন এবং তা দিয়ে তালুকদারী ক্রয় করেন। তারা রায়েরকাঠি জমিদার বাড়িতে চাকরি লাভ করেন। শিবনারায়ণ তাদের কতকগুলো জঙ্গল ও বিল জিম্মা দেন। ১৯ শতকে বিশ্বাস পরিবার বরিশালে সম্পদশালী বলে খ্যাতি লাভ করে। এদের মধ্যে কৃষ্ণসুন্দর, দ্বারকানাথ, অন্নদাচরণ, বৈকুণ্ঠ বিশ্বাস বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।