জনার্দন বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে

জন্ম ১৯২৮। মৃত্যু মার্চ ১৯৭৯। জন্মস্থা কেওড়া, ঝালকাঠি, বরিশাল। অল্পবয়সে বিপ্লবী সতীন সেনের সংস্পর্শে আসেন। পরে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে কয়েকবার কারাবরণ করেন। দেশবিভাগের পর তদানীন্তন পূর্ব-পাকিস্তানে থেকে যান। সতীন সেনের পরামর্শে ১৯৫০ খ্রি. ভারতে এসে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের তিনি প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।