"জগদ্বন্ধু দত্ত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১২৭৯ বঙ্গাব্দ। মৃত্যু অগ্রহায়ণ ১৩৩৭বঙ্গাব্দ। পৈত..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

১৩:৩০, ২১ মার্চ ২০১৬ তারিখের সংস্করণ

জন্ম ১২৭৯ বঙ্গাব্দ। মৃত্যু অগ্রহায়ণ ১৩৩৭বঙ্গাব্দ। পৈত্রিক নিবাস বানারিপাড়া, বরিশাল। গ্রাম্য পাঠশালায় সামান্য শিক্ষাপ্রাপ্ত হয়ে অর্থোপার্জনের চেষ্টায় দোকান খোলেন। পরে কলকাতায় এসে একরকমের লেখবার কালি আবিষ্কার করেন। তাঁল ঔ.ই.উ. মার্কা চাকতি ও গুঁড়ো কালির খুব সুনাম হয় এবং এই কালির ব্যবসায় তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। বাগবাজারে গৌড়ীয় মঠ তারই অর্থানুকূল্যে নির্মিত হয়।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।