ছাত্রবন্ধু

Barisalpedia থেকে

‘ছাত্রবন্ধু’ উনবিংশ শতকের শেষ দশকে প্রকাশিত বরিশালের একটি পাক্ষিক পত্রিকা। মহাত্মা অশি^নীকুমার দত্ত কর্তৃক ‘সত্য, প্রেম, পবিত্রতা’র আদর্শে দেশের একমাত্র আদর্শবাদী শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রজমোহন বিদ্যালয়’ থেকে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত পাক্ষিক পত্রিকা ‘ছাত্রবন্ধু’ প্রকাশিত হয় ১৮৯৬ সালের দিকে। শ্রী শরৎকুমার রায় রচিত ‘সাধুজীবন হেরম্বচন্দ্র’ গ্রন্থ থেকে জানা যায় যে, বিএম স্কুলের বিশিষ্ট ছাত্র হেরম্বচন্দ্র ১৯০১ সালের ১৪ নভেম্বর পরলোক গমন করেন। তিনি এই পত্রিকাটির জন্য যেমন চাঁদা সংগ্রহ করতেন তেমনি পত্রিকাটিতে সুনীতিমূলক প্রবন্ধাদিও লিখতেন। তাঁর লেখা সূরুচিপূর্ণ, সরল ও হৃদয়গ্রাহী ছিল। এই পত্রিকায় মৃত্যুর পূর্বে ধারাবাহিকভাবে তিনি ইংল্যান্ডের আদর্শ শিক্ষক ডাক্তার আর্নল্ডের জীবনচরিত লিখেছেন। পত্রিকাটি এক সময় ছাত্র ও যুবসমাজের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

পত্রিকাটির প্রসঙ্গে ১৩৩৯ সনের শ্রাবণ সংখ্যা মাসিক ‘ব্রহ্মবাদী’তে মনোমোহন চক্রবর্তী লিখছেন: ‘Friendly Union’ এর সঙ্গে সঙ্গে ছাত্রগণের মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধনের জন্য ক্ষুদ্র একখানি মাসিক পত্রিকা প্রবর্ত্তিত করা হয়। নাম দেওয়া হইয়াছিল ‘ছাত্রবন্ধু’। জগদীশ বাবু এবং আমি ছিলাম ইহার যুগ্ম সম্পাদক। প্রকৃতপক্ষে ইহার মূল্য সংগ্রহ, হিসাবরক্ষণ, ছাপাখানা হইতে প্রতি ইংরেজি মাসের ১০ তারিখ আমাকেই পত্রিকা নিয়মিত রূপে বাহির করিতে হইত। অক্ষয়কুমার চট্টোপাধ্যায়ের বর্তমান আদর্শ প্রেসে ছাপা হইত। মূল্য ছিল মাসে এক পয়সা। প্রধানতঃ স্বয়ং অশি^নীকুমার, জগদীশ বাবু, তরণী বাবু, পন্ডিত কামিনীকান্ত, সত্যানন্দ বাবু এবং আমাকেই ইহাতে ছোট ছোট প্রবন্ধাদি লিখিতে ্হইতো। . . . ৪/৫ বছরের অধিক এই কাগজ চলিতে পারে নাই। মনে পড়ে যেন ১৩০৮ সনে বিএম স্কুলের কার্য্য পরিত্যাগের পরে আর ‘ছাত্রবন্ধু’ বাহির হয় নাই’।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।