চ্যাপম্যান

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩০, ৩ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("মি. চ্যাপম্যান ১৮১৯ থেকে ১৮২০ পর্যন্ত ২ বছরের জন্য বরিশাল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মি. চ্যাপম্যান ১৮১৯ থেকে ১৮২০ পর্যন্ত ২ বছরের জন্য বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৮১৯ খৃৃস্টাব্দে ম্যাজিষ্ট্রেট মি. চ্যাপম্যান বরিশালে খ্রিস্টানদের কবরস্থান (সার্কিট হাউসের সামনে) ও পানীয়জলের জন্য নিজ নামে একটি পুকুর খনন করেন। তিনি হেষ্টিংসের স্মৃতিসৌধ নির্মাণের জন্য বরিশাল থেকে ২৬৮ টাকা চাঁদা প্রেরণ করেন। মি. চ্যাপম্যান ১৮২০ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল বরিশালের জন্য কলেরা ওষুধ চেয়ে পত্র লিখেছেন। তিনি জানিয়েছেন জেলার সর্বত্র কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।