"চৌধুরী বাড়ি মসজিদ, বামনা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("উনবিংশ শতকে বাকেরগঞ্জের মাহমুদ শফি চৌধুরী, মতান্তরে সফি..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:১৮, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

উনবিংশ শতকে বাকেরগঞ্জের মাহমুদ শফি চৌধুরী, মতান্তরে সফিজউদ্দিন চৌধুরী নলছিঠি এলাকায় বসবাসরত চীনাদের সহায়তায় লবনের ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই উদ্দেশ্যে নলছিটির উত্তর প্রান্তের চেচরী নামের গ্রামে একটি ছোট লবনের কারখানা স্থাপন করেন। পরবর্তী সময়ে সফিজউদ্দি চৌধুরী বামনা-রামনা তালুকের বন্দোবস্ত গ্রহণ করে চেচরী থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দক্ষিণে নিজস্ব বসতবাড়ি নির্মাণ করেন। সফিজউদ্দিন চৌধুরীর নামানুসারে এই এলাকা সফিপুর নামে পরিচিত হতে শুরু করে। সফিপুর এলাকায় জমিদার পরিবারের বিভিন্ন স্থাপনা অদ্যাবধি পরিদৃষ্ট হয়। এই সকল স্থাপনাসমূহের মধ্যে আঠারোশ বারো মতান্তরে আঠারোশ চৌদ্দ সালে প্রতিষ্ঠিত এই এলাকার জামে মসজিদটি অন্যতম।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।