চেরাগ আলম শাহ্ (রঃ)

Barisalpedia থেকে

হযরত চেরাগ আলম শাহ্ (রঃ) ঝালকাঠির মানপাশাস্থ শাহ ভাঙ্গল এলাকার একজন মুসলিম সাধক। বলা হয় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে হযরত মাখদুম শাহাদাত কাজী নামে এক বুজুর্গ ব্যক্তি সুদূর আরব থেকে ঝালকাঠির মানপাশা অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে তিনি চেরাগ আলম শাহ নামে চতুর্দিকে পরিচিত হন। হযরত মাখদুম শাহাদাত কাজী এদেশে এসে প্রথমে শাহ-ভাঙ্গলে আসেন, না কি অন্য কোথাও ছিলেন, তার সঠিক তথ্য পাওয়া না গেলেও এটুকু বলা যায় যে হযরত মাখদুম শাহাদাত কাজী যখন এখানে এসেছিলেন তখন বনাঞ্চল ছিল এলাকাটি। জনশ্রুতি রয়েছে হযরত চেরাগ আলম শাহ্ (রঃ) বাঘের পিঠে সওয়ার হয়ে এদেশে এসেছেন। হযরত চেরাগ আলম শাহ্ স্বহস্তে একখানা কোরান শরীফ লিখেছিলেন। মাজারের অভ্যন্তরে একখানা বিশালাকারের পাথর রয়েছে। বলা হয় এই পাথরখানায় ভেসে এসেছিল চেরাগ আলম শাহের সেই কোরান শরীফখানা। কোরান শরীফখানা দেখলে মনে হবে উন্নত মানের ছাপা অক্ষর।



তথ্যসূত্র: আবদুর রশীদ। এই সেই ঝালকাঠি। আল ইসলাম পাবলিকেশনস, ঝালকাঠি। ২০০১।