চিনা সমাধি, নলছিটি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১৬, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("প্রাচীন বরিশালের নলছিটি সংলগ্ন বারৈকরনে একসময়ে এই জিলা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

প্রাচীন বরিশালের নলছিটি সংলগ্ন বারৈকরনে একসময়ে এই জিলার সদর দফতর প্রতিষ্ঠিত হয়েছিলো। তারও অনেক আগে এই অঞ্চলের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নলছিটির ছিলো ব্যাপক পরিচিতি। সেই সময়কালে নলছিটি অঞ্চলে বহিরাগত বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আনাগোনা ছিলো নিয়মিত ঘটনা। তৎকালীন সময়ে এই অঞ্চলে লবণ ও সুপারির ব্যবসায় চিনা সম্প্রদায়ের ব্যবসায়ীরা বিশেষভাবে জড়িত ছিলো বলে জানা যায়। তাদের অবস্থান সম্পর্কিত প্রমাণ হিসেবে বর্তমান নলছিটির চিনা বাজার এবং বাসষ্ঠ্যা- সংলগ্ন চিনা কবরটিকে অনেক গবেষক উল্লেখ করেন। আর গবেষকদের এ অনুমান সত্য হলে এই কবরের ঐতিহাসিক মূল্য রয়েছে।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।