চালিতাবুনিয়ার মির পরিবার

Barisalpedia থেকে

বামনার চালিতাবুনিয়ার মিরদের পূর্বপুরুষ মির চাঁদ আলী পারস্য হতে এসে বাকেরগঞ্জের চৌদ্দবুড়িয়ায় বসতি স্থাপন করেন। তিনি নবাবের নিকট হতে ‘পাহলন টোনা বাদশাহী লাখেরাজ’ ভোগ করতেন। তার পৌত্র মির এমদাদ আলী আইন উদ্দিন সিকদারের কন্যাকে বিয়ে করে বুজুর্গ উমেদপুর পরগণায় তালুক লাভ করেন। সাহিত্যিক মির ফজলে আলী, মৎস্য বিভাগের সাবেক পরিচালক মির আশরাফ আলী এবং মির মাজেদ আলী এ পরিবারের সুসন্তান।

মির বংশ তালিকা: মির চাঁদ আলীর পুত্র মির ফজলে হোসেন, তাঁর পুত্র মির এমদাদ আলী, তাঁর পুত্র মির গহর আলী। মির গহর আলীর তিন পুত্র মির ফজলে আলী, মির মাজেদ আলী ও মির আশরাফ আলী। মির মাজেদ আলীর পুত্র মির মুসতবা আলী।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।