চাখারের মজুমদার বংশ, বানারীপাড়া

Barisalpedia থেকে

চাখারের মজুমদার বংশের আদি পুরুষ শের খাঁ ও চলবন খাঁ। শের খাঁর পুত্র মেহেদী ও শরফুদ্দীন মজুমদার। তারা শায়েস্তাবাদ হতে চাখারে বসতি স্থাপন করেন। মেহেদী মজুমদারের জামাতা মীর কুতুবউদ্দিন। মীর কুতুবের দুই কন্যাকে বিয়ে করেন মীর আতাউল্লা ও আতিকুল্লা। আতিকুল্লার বংশধর চাখারের গোতারের বাড়ী এবং আতাউল্লার বংশধর শরীফ বাড়ী। মজুমদারগণ জমিদারদের নিকট হতে চৌথ ও কর আদায় করত। এই চৌথ ও কর থেকে চাখার নাম হয়েছে। চাখারের পূর্ব নাম ছিল কিসমত দরিয়াবাদ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।