"চাঁদপাশা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাবুগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম চাঁদপাশা। চন্দ্রদ্..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৪৮, ১০ আগস্ট ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাবুগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম চাঁদপাশা। চন্দ্রদ্বীপ পরগণাধীন ২৬টি মৌজা নিয়ে চাঁদপাশা ইউনিয়ন গঠিত। ১৭৫৭ খ্রিষ্টাব্দের পর মোগল সেনাবাহিনীর একদল চাকরিহারা সৈন্য চর দখল করে চাঁদপাশায় বসতি স্থাপন করেন। জনৈক গাজী তাদের দলপতি ছিলেন। তাঁর নামে গাজীপুর গ্রাম। তাঁর বংশধর গাজী মোহাম্মদ রফি কয়েকটি গ্রামের ভূস্বামী ছিলেন। তাঁর নামে রফিয়াদি গ্রাম। গাজী রফিকের পুত্র কলিম উদ্দিনের সাথে লাখুটিয়ার জমিদার রাজচন্দ্র রায়ের সাথে আরজি কালিকাপুর, রফিয়াদি ও গাজীপুর মৌজার রাজস্ব আদায় নিয়ে বিবাদ শুরু হয়। পরিশেষে রাজচন্দ্র রায় উনিশ শতকের প্রথম ভাগে গাজী কলিমকে গ্রামগুলোর হাওলা প্রদান করে দীর্ঘদিনের বিবাদের মীমাংসা করেন। চাঁদপাশায় কয়েকটি জোর মসজিদ আছে। এগুলো উনিশ শতকের প্রথমভাবে নির্মিত।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খÐ)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।