"চরামদ্দি চৌধুরীবাড়ি মসজিদ, বাকেরগঞ্জ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে চরামদ্দি এলাকায় বরিশালের ব..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:০৬, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে চরামদ্দি এলাকায় বরিশালের বিখ্যাত জমিদার ইসমাইল চৌধুরীর পূর্ব পুরুষ কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। চৌধুরী পরিবারের পূর্বপুরুষেরা এই অঞ্চলে আসার পর তাদের অধঃস্তন পুরুষ আরমান আলী খান সিপাহী যুদ্ধ অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলনের সময়ে নিজেকে একজন ভূ-স্বামী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। আরমান আলী খান এবং তার পুত্র আসমত আলী খান চন্দ্রদ্বীপ পরগনার বিভিন্ন এলাকায় কয়েকটি জমিদারির ক্রয় করেন। জমিদারি প্রতিষ্ঠার পরে এই পরিবারের পক্ষে আঠারোশ সালের শেষের দিকে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।