চরফ্যাশন থানা সংগ্রাম কমিটি ১৯৭১

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৪, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("১৯৭১ সালের মার্চে চরফ্যাশন থানা সংগ্রাম কমিটি নি¤œরূপে গ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৭১ সালের মার্চে চরফ্যাশন থানা সংগ্রাম কমিটি নি¤œরূপে গঠিত হয়। মোতাহার উদ্দিন মাস্টার এমপিএ- সভাপতি; আবদুল মান্নান হাওলাদার- সদস্য; ছালামত উল্লাহ মিয়া- সদস্য; মকবুল আহমদ- সদস্য; আরব আলী মাস্টার- সদস্য; ডা. রফিকুল ইসলাম - সদস্য; হাজী আবদুল গনি- সদস্য; ফজলুর রহমান- সদস্য; আবদুল আলী মাস্টার- সদস্য; চাত্রদের মধ্যে ছিল হরেকৃষ্ণ দেবনাথ, শাহজাহান, কাইয়ুম মিয়া, হাসান মালতিয়া, জাহান হোসেন মালতিয়া প্রমুখ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খ-)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।