চন্দ্রহার

Barisalpedia থেকে

গৌরনদী থানায় অবস্থিত। এখানে একটি হাইস্কুল আছে। উচ্চ শিক্ষার জন্য গ্রামের সুখ্যাতি আছে। ‘বরিশাল হিতৈষী’ পত্রিকার সম্পাদক দুর্গামোহন সেন এ গ্রামের সন্তান। এছাড়াও বাংলা সাহিত্যের বিখ্যাত গবেষক ও অধ্যাপক শশিভূষণ দাশগুপ্ত (১৭ মার্চ ১৯১১ - ২১ জুলাই ১৯৬৪) চন্দ্রহার গ্রামের সন্তান । নবাব আলীবর্দী খানের (১৭৪০-৫৬) শাসনকালে জমিদার রূপরাম দাশগুপ্ত এ গ্রামে ৯০ ফুট উঁচু একটি মঠ নির্মাণ করেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।