চন্দ্রদ্বীপের রাজাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:২৪, ২৬ জুলাই ২০১৭ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১. রাজা রামনাথ দনুজমর্দন দেব, ২. তদীয় উত্তরাধিকারী রাজা রমাবল্লভ, ৩. তদীয় উত্তরাধিকারী রাজা কৃষ্ণ বল্লভ, ৪. তদীয় উত্তরাধিকারী রাজা হরিবল্লভ, ৫. তদীয় উত্তরাধিকারী রাজা জয়দেব, ৬. তদীয় উত্তরাধিকারী রাণী কমলা-স্বামী বলভদ্র বসু, ৭. তদীয় উত্তরাধিকারী রাজা পরমানন্দ বসু, ৮. তদীয় উত্তরাধিকারী রাজা জগদানন্দ বসু (মৃত্যু ১৫৮৪ খ্রি.), ৯. তদীয় উত্তরাধিকারী রাজা কন্দর্প নারায়ণ বসু (১৫৮৪ - ১৫৯৮খ্রি.), ১০. তদীয় উত্তরাধিকারী রাজা রামচন্দ্র বসু (১৫৯৮ খৃ:-১৬৬৮ খ্রি.), ১১. তদীয় উত্তরাধিকারী রাজা কীর্তি নারায়ণ বসু- রাজা বাসুদেব নারায়ণ বসু (১৬৬৮-১৬৬৮ খ্রি.), ১২. তদীয় উত্তরাধিকারী রাজা প্রতাপ নারায়ণ বসু (১৬৮৮-১৭২৩ খ্রি.), ১৩. তদীয় উত্তরাধিকারী রাজা প্রেমনারায়ণ (কয়েক মাসের জন্য) (প্রতাপ নারায়ণের মেয়ে বিমলার বিয়ে হয় গৌরীচরণ মিত্রের সাথে), ১৪. বিমলার মাধ্যমে তদীয় উত্তরাধিকারী রাজা উদয়নারায়ণ মিত্র (১৭২৩-১৭৬৮ খ্রি.), ১৫. তদীয় উত্তরাধিকারী রাজা শিবনারায়ণ মিত্র, স্ত্রী রাণী দুর্গাবতী (১৭৬৯ - ১৭৭৭খ্রি.), ১৬. তদীয় উত্তরাধিকারী রাজা লক্ষ্মনারায়ণ, রাজা জযনারায়ণ- (১৭৭৮-১৮১৩খ্রি.), ১৭. তদীয় উত্তরাধিকারী রাজা নৃসিংহ নারায়ণ, ১৮. তদীয় উত্তরাধিকারী রাজা দেবেন্দ্র নারায়ণ (দত্তক), রাজা নরেন্দ্র নারায়ণ (দত্তক), রাজা বীরসিংহ নারায়ণ (দত্তক), ১৯. তদীয় উত্তরাধিকারী উপেন্দ্র নারায়ণ, ভুপাল নারায়ণ (গোপাল রাজা), ২০. তদীয় উত্তরাধিকারী সতীন্দ্র নারায়ণ (মাখন রাজা)।

অবশ্য অনেকে দ্বিতীয় রাজা হিসেবে অল্পকাল স্থায়ী রাজা মহেন্দ্র দেবের নাম উল্লেখ করেছেন। সে মোতাবেক রাজাগণের মোট সংখ্যাটি ২১ হবে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।