চন্দ্রকান্ত চক্রবর্তী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৭, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("জন্ম ১৮৮৭। মৃত্যু ১৫ মে ১৯৭১। জন্মস্থান গৈলা, গৌরনদী, বরি..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

জন্ম ১৮৮৭। মৃত্যু ১৫ মে ১৯৭১। জন্মস্থান গৈলা, গৌরনদী, বরিশাল। ১৯০৫ খ্রি. গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। ১৯০৮খ্রি. পুলিশ তাঁকে ধরবার চেষ্টা করলে প্যারিস হয়ে আমেরিকায় চলে যান। ১৯১৫-১৭খ্রি. ভারত-জার্মান ষড়যন্ত্রের যে মামলা আমেরিকায় চলে, তিনি তার আসামি ছিলেন। বিচারে তাঁর ৩০দিনের জেল ও ৫ হাজার ডলার জরিমানা হয়েছিল। অপর দুই অভিযুক্ত বাঙালি ছিলেন তারকনাথ দাস ও ধীরেন সরকার। ১৯১৬ খ্রি. জামার্ন সরকারের অর্থসাহায্যে সারা এশিয়ায় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই সময় আমেরিকায় ভারতীয় বিপ্লবী দলগুলি অন্তর্দ্বন্ধের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে যায়। ১৯১৭খ্রি. নিরপেক্ষতা আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হয়ে তিনি সহযোগীদের নাম প্রকাশ করেন। তাঁর এই স্বীকারোক্তির ফলে বিখ্যাত স্যানফ্রানসিসকোর বিচারে ১০৫জন ভারতীয় অভিযুক্ত হন এবং দুই থেকে বাইশ মাস তাঁদের কারাবাস ঘটে। তিনি মাত্র ত্রিশ দিন কারাবাস করে মুক্তি পান। কলকাতায় মৃত্যু।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।