গৌরবদীর মিয়া পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৩৫, ২৭ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("হিজলা থানার গৌরবদী মিয়াদের পূর্ব পুরুষ শেখ ঠাকুর নবাবী..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

হিজলা থানার গৌরবদী মিয়াদের পূর্ব পুরুষ শেখ ঠাকুর নবাবী আমলে একজন ধর্ম প্রচারক ছিলেন। চাঁদপুরে তার মাজার আছে। মাওলানা হেকিম আহসান উল্লাহ ইদিলপুর ও উত্তর শাহবাজপুরের জমিদার প্রফুল্লনাথ ঠাকুরের চিকিৎসা করে কোম্পানি আমলে তালুক লাভ করেন। তিনি নিঃসন্তান থাকায় তার ভ্রাতুষ্পুত্র মাওলানা আবদুর রহিম ও ডা. ফজলুর রহমান তালুকের মালিক হন। ভূমি লাভ করে তারা নোয়াখালীর লক্ষ্মীপুর হতে গৌরবদী গ্রামে বসতি স্থাপন করেন। এ বংশের মৌলভী সাদাত হোসেন মিয়া বরিশালে আইন ব্যবসা করতেন। তার পুত্র হেদায়েত হোসাইন মোরশেদ একজন সাংবাদিক ও সাহিত্যিক।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।