গৌরনদী রাংতা বিলের হত্যা, ১৯৭১

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৬, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("১৯৭১ সালের ১৫ মে মাদারীপুর হতে একদল পাকসেনা গৌরনদীর বাকা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৭১ সালের ১৫ মে মাদারীপুর হতে একদল পাকসেনা গৌরনদীর বাকাল গ্রাম আক্রমণ করে। তাদের যাত্রপথের একটি পুল গ্রামবাসীরা খুলে রাখে। ফেরার পথে ৪ জন পাকসেনা খালে পড়ে মৃত্যুবরণ করে। এ হত্যার প্রতিশোধ নেয়ার জন্য গৌরনদী ও মাদারীপুর হতে কয়েক শ’ পাকসেনা বাকাই, রাংতা, ধানডোবা প্রভৃতি গ্রাম আক্রমণ করে। রাংতা বিলে কয়েক শ’ কৃষক মাঠে কাজ করছিল। তাদেরও হানাদার বাহিনী পাখির মতো নির্মমভাবে হত্যা করে। সেদিন ছিল বাংলা ১৩৭৮ সালের ১ জ্যৈষ্ঠ। অনেকে রাংতা বিল অতিক্রম করছিল ভারতে পালাবার জন্য। তারা সকলে নিহত হয়। চাঁদশী গ্রামের এমবিবিএস ছাত্র স্বপন কুমার বসু, রাংতার দুলারানী পাল, রমা বিহারী, নিতাই বেপারী, কৃষ্ণকান্ত বৈদ্য, সুমিত্রা রানী, বিভা রানী প্রমুখসহ প্রায় ১ হাজার লোককে হত্যা করা হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।