"গৌরনদী উপজেলা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(গৌরনদী পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ)
(গৌরনদী উপজেলার পুরাকীর্তিসমূহ)
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
১৩ নং লাইন: ১৩ নং লাইন:
  
  
১. ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. (২৬ মার্চ ১৮৯৩- ১৮ নভেম্বর ১৯৭৮) চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ (১৯৭৪) এবং ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ (১৯৭৬) প্রাপ্ত;  মেজদা ছিলেন রবীন্দ্রনাথের জামাতা নগেন্দ্রনাথের ছোট ভাই; গ্রাম: আলতা/ বার্থী।
+
১. ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. (২৬ মার্চ ১৮৯৩- ১৮ নভেম্বর ১৯৭৮) চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ (১৯৭৪) এবং ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ (১৯৭৬) প্রাপ্ত;  রবীন্দ্রনাথের জামাতা নগেন্দ্রনাথের ছোট ভাই; গ্রাম: আলতা/ বার্থী।
 
২. মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৯০৫ - ৩০ নভেম্বর ১৯৮০); যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ; গ্রাম: তারাকুপি ।  
 
২. মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৯০৫ - ৩০ নভেম্বর ১৯৮০); যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ; গ্রাম: তারাকুপি ।  
৩. যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারি ১৯০৪ -  ১৯৬৮) ওরফে যোগেন মন্ডল; তফসিলি সম্প্রদায়ের বিখ্যাত রাজনীতিবিদ ও পাকিস্তান গণ পরিষদের এক সময়ের স্পিকার; গ্রাম: মৈস্তারকান্দি।
+
৩. যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারি ১৯০৪ -  ১৯৬৮) ওরফে যোগেন মন্ডল; তফসিলি সম্প্রদায়ের বিখ্যাত রাজনীতিবিদ ও পাকিস্তান গণ পরিষদের এক সময়ের স্পিকার; গ্রাম: মৈস্তারকান্দি।
  
 
 
== বাটাজোর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==
 
== বাটাজোর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ ==
  
৭৯ নং লাইন: ৭৮ নং লাইন:
 
৪. নলচিড়া মাজার।  
 
৪. নলচিড়া মাজার।  
 
৫. কমলাপুর মসজিদ।
 
৫. কমলাপুর মসজিদ।
 
+
৬. মাহিলারা সরকার মঠ।
  
 
== গৌরনদী উপজেলার সামন্ত পরিবারসমূহ ==
 
== গৌরনদী উপজেলার সামন্ত পরিবারসমূহ ==

০৬:৫৯, ৩ মে ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৮০৬ সালে ঢাকা জেলা হতে গৌরনদী ও বুড়ীরহাট থানা বাকেরগঞ্জ জেলাভুক্ত করা হয়। ১৮৩০ খ্রিস্টাব্দের ৫ মার্চ জেলা ম্যাজিষ্ট্রেট মি. গ্যারেটের সুপারিশে গৌরনদী থানা পালর্দী বন্দরে স্থাপিত হয়। ১৮৭০-৭১ সালের বিবরণীতে দেখা যায় মাদারীপুর মহকুমার ৪টি থানার একটি গৌরনদী। ১৯১৫ খৃস্টাব্দের জে সি জ্যাকের গেজেটিয়ারে দেখা যায় বরিশাল সদর উত্তর মহকুমার ৬টি থানার একটি হলো গৌরনদী। ৭/১১/১৯৮২ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।


গৌরনদী পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. গোবর্দ্ধন আচার্য (দ্বাদশ শতক) বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সভাকবি; তাঁর নামে গোবর্ধন গ্রাম। ২. দুধ মল্লিক (সপ্তদশ শতক), ইয়েমেন থেকে আগত মোগল আমলের ইসলাম প্রচারক; স্থান: কসবা। ৩. নারায়ণ গঙ্গোপাধ্যায়(৪ ফেব্রুয়ারি, ১৯১৮ - ৬ নভেম্বর, ১৯৭০) বিখ্যাত কথাসাহিত্যিক। ৪. মহম্মদ মসিহুর রহমান (১৯২৫ - ৫ জুলাই ২০০১), এম. এম. রহমান এন্ড কোম্পানী নামক সি.এ. ফার্মের প্রতিষ্ঠাতা; ১৯৭৩-৭৪ সালে ঢাকার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। ৫. কাজী গোলাম মাহবুব (১৯২৭ - ২০০৬), ভাষাসৈনিক ও কলকাতা ইসলামিয়া কলেজের ভি.পি.; জন্মস্থান: কসবা।

বার্থী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, ডি.জি. (২৬ মার্চ ১৮৯৩- ১৮ নভেম্বর ১৯৭৮) চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পদ্মভূষণ’ (১৯৭৪) এবং ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ (১৯৭৬) প্রাপ্ত; রবীন্দ্রনাথের জামাতা নগেন্দ্রনাথের ছোট ভাই; গ্রাম: আলতা/ বার্থী। ২. মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৯০৫ - ৩০ নভেম্বর ১৯৮০); যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ; গ্রাম: তারাকুপি । ৩. যোগেন্দ্রনাথ মন্ডল (২৯ জানুয়ারি ১৯০৪ - ১৯৬৮) ওরফে যোগেন মন্ডল; তফসিলি সম্প্রদায়ের বিখ্যাত রাজনীতিবিদ ও পাকিস্তান গণ পরিষদের এক সময়ের স্পিকার; গ্রাম: মৈস্তারকান্দি।

বাটাজোর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. ব্রজমোহন দত্ত (১৮২৬ - ১৮৮৬), নদীয়ার স্মল কোর্ট জজ, পটুয়াখালিকে মহকুমায় উন্নীতকরনে ভূমিকা পালনকারী; অশ্বিনীকুমার দত্তের পিতা; গ্রাম: বাটাজোর। ২. অশ্বিনীকুমার দত্ত (২৫ জানুয়ারি ১৮৫৬ - ৭ নভেম্বর ১৯২৩) বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও বরিশালের সর্বজন শ্রদ্ধেয় নেতা; গ্রাম: বাটাজোর। ৩. কামিনীকুমার দত্ত (?), অশি^নীকুমার দত্তের ভাই; গ্রাম: বাটাজোর। ৪. দুর্গামোহন সেন (১৭ নভেম্বর ১৮৭৭ - ১১ সেপ্টেম্বর ১৯৭২) বাংলা সাপ্তাহিক ‘বরিশাল হিতৈষী’র সম্পাদক; গ্রাম: চন্দ্রহার। ৫. সরল কুমার দত্ত (?)অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুস্পুত্র এবং জেলা কংগ্রেসের সভাপতি; গ্রাম: বাটাজোর। ৬. সুকুমার দত্ত (২ ফেব্রুয়ারি ১৮৯১ - ৯ এপ্রিল ১৯৭০), ঢাকা বিশ^বিদ্যালয় ও দিল্লি¬ বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক; দিল্লি রামযশ কলেজের অধ্যক্ষ; গ্রাম: বাটাজোর। ৭. শশিভূষণ দাশগুপ্ত (১৭ মার্চ ১৯১১ - ২১ জুলাই ১৯৬৪), বাংলা সাহিত্যের বিখ্যাত গবেষক ও অধ্যাপক; গ্রাম: চন্দ্রহার। ৮. নরেন গুপ্ত (১৯১৮-৬.৯.২০০৪) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা; গ্রাম: শৌলাকর।


চাদসী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. কাদম্বিনী গঙ্গোপাধ্যায় (৮ মে ১৮৬১ - ৩ অক্টোবর ১৯২৩), কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী। এফ.আর.সি.এস (গ্লাসগো) এবং ডি.এফ.এস. (ডাবলিন); গ্রাম: চাদসী। ২. হরনাথ শাস্ত্রী (১৮৬৫ - ১৯৪৪) হরনাথ শাস্ত্রী বিখ্যাত বেদান্ত ও ন্যায়শাস্ত্রবিদ; গ্রাম: চাদসী।ে ৩. সীতানাথ সিদ্ধান্তবাগীশ (১৮৭৩- ১৯৪৮), লেখক ও সংস্কৃত সাহিত্যের অধ্যাপক; গ্রাম: চাদসী। ৪. কালীবিলাস ভট্টাচার্য (২ অক্টোবর ১৯০৮ - ১৬ মে ১৯৯২) স্বাধীনতা সংগ্রামী ও ভারতের বিশিষ্ট কম্যুনিস্ট রাজনীতিবিদ; গ্রাম: চাদসী। ৫. পঙ্কজকান্তি দাস (১৯৩৪- ২৬.৪.১৯৯৮), ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য; গ্রাম: চাদসী।


মাহিলারা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. রামচন্দ্র দাশগুপ্ত (১৮৭৮ - ১৯১৯) গীতিকার ও লেখক; গ্রাম: মাহিলারা। ২. অনন্তকুমার সেন (১৬ জুলাই ১৮৮৮ - ১৫ অক্টোবর ১৯৩৫), মহাত্মা অশ্বিনীকুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক; গ্রাম: মাহিলারা। ৩. ড. সুরেন্দ্রনাথ সেন (২৯ জুলাই ১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৬২), খ্যাতনামা ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ অধ্যাপক’; গ্রাম: মাহিলারা। ৪. হীরালাল দাশগুপ্ত (১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৭১), বৃটিশ বিরোধী বিপ্লবী ও সুলেখক; গ্রাম: মাহিলারা। ৫. সুধীরকুমার দাশগুপ্ত (১৫ জুন ১৮৯৪ - ১৪ মার্চ ১৯৫৬), স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক; বাংলা ভাষায় অলংকারশাস্ত্র ও সাহিত্যতত্ত্ব আলোচনায় অন্যতম পথিকৃৎ; গ্রাম: মাহিলারা। ৬. জ্যোতিষচন্দ্র সেনগুপ্ত (১৮ মার্চ ১৯১০ - ২৩ এপ্রিল ২০০৫), স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী; গ্রাম: মাহিলারা। ৭. রবীন্দ্রকুমার দাশগুপ্ত (১১.৭.১৯১৫ - ৩.২.২০০৯) ডি.ফিল. অক্সফোর্ড; গবেষক, অধ্যাপক ও প্রাবন্ধিক; গ্রাম: মাহিলারা।

নলচিড়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মাধবকর (৭ম - ৮ম শতক) বাকলা-চন্দ্রদ্বীপের মাধবকর ভারতব্যাপী খ্যাতিমান আয়ুর্বেদ চিকিৎসক; ‘রোগবিনিশ্চয়’ ও ‘চিকিৎসা’ চিকিৎসা শাস্ত্রে তাঁর দুখানা বিখ্যাত গ্রন্থ; গ্রাম: নলচিড়া। ২. উলফৎ গাজী (ষোড়শ শতক), চন্দ্রদ্বীপের রামচন্দ্রের সাথে মোগলদের যুদ্ধে ইসলাম খা-কে সাহায্যকারী; নলচিড়র মিয়াদের আদি পুরুষ; গ্রাম: নলচিড়া। ৩. সৈয়দ কুতুব শাহ (সপ্তদশ শতক), সুফী-সাধক ও ইসলাম প্রচারক; স¤্রাট জাহাঙ্গীরের অমাত্য উলফৎ গাজীর পুত্র; গ্রাম: নলচিড়া। ৪. সৈয়দ ইমাম উদ্দিন (অষ্টাদশ শতক), বরিশালের প্রথম যুগের বৃটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের একজন; শরিকলের যুদ্ধের সেনাপতি; গ্রাম: নলচিড়া। ৫. শংকর চক্রবর্তী (অষ্টাদশ শতক), চন্দ্রদ্বীপের রাজা উদয় নারায়ণের ভান্ডার রক্ষক (ট্রেজারার); গ্রাম: নলচিড়া। ৬. জগন্নাথ পঞ্চানন: (অষ্টাদশ শতাব্দী) রাজা রাজবল্লভের সভায় বাকলার এগারো জন নিমন্ত্রিত প-িতের মধ্যে অন্যতম; গ্রাম: নলচিড়া। ৭. লোকনাথ ন্যায়পঞ্চানন (ঊনবিংশ শতাব্দী), সুকবি ও পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক; গ্রাম: নলচিড়া। ৮. মনোহর মুখোপাধ্যায় (৩০.৪.১৯০৩ - ৮.৮.২০০৩), স্বাধীনতা সংগ্রামী, গ্রাম: নলচিড়া। ৯. শচীন্দ্রলাল করগুপ্ত (২৮ ফেব্রুয়ারি ১৯০৫ - ১১ মে ১৯৭৫), পশ্চিমবঙ্গের হাবড়ায় ‘গ্রামসেবা সংঘ’- এর প্রতিষ্ঠাতা; গ্রাম: নলচিড়া। ১০. লক্ষ্মী সেন (৩১.১.১৯২০ - ১৬.২.২০০১) পশ্চিমবঙ্গের বিশিষ্ট সি.পি.আই. (এম) নেতা; গ্রাম: কলাবাড়িয়া। ১১. মৃণালকুমার দাশগুপ্ত (১.৯.১৯২৩ - ২৮.১১.২০০৫), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী; গ্রাম: নলচিড়া।


শরিকল ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মনোরঞ্জন গুপ্ত (৭ মার্চ ১৮৯০ - ১৯৭৪) সশস্ত্র বিপ্লবী ও অবিভক্ত বাংলার আইনসভার সদস্য; গ্রাম: আধুনা। ২. নিজামউদ্দিন আহমেদ (?? - ১৯৮৪) বেইজ কমান্ডার, গৌরনদী; গ্রাম: হোসনাবাদ।


গৌরনদী উপজেলার পুরাকীর্তিসমূহ

১. কসবা মসজিদ। ২. দুধ মল্লিকের (রঃ)-এর মাজার। ৩. ছবি খার/ সাবিহ খানের হুজরাখানা, বাংকুরা। ৪. নলচিড়া মাজার। ৫. কমলাপুর মসজিদ। ৬. মাহিলারা সরকার মঠ।

গৌরনদী উপজেলার সামন্ত পরিবারসমূহ

১. বাটাজোড়ের দত্ত পরিবার। ২. নলচিড়ার মিয়া বংশ।


গৌরনদী উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. শরিকলের যুদ্ধ - ১৭৭৯। ২. গৌরনদীর যুদ্ধ, ১৯৭১। ৩. গৌরনদী রাংতা বিলের হত্যা, ১৯৭১।


গৌরনদী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. মোহাম্মদ আলাউদ্দিন, দক্ষিণ সিহিপাশা, কটকস্থল যুদ্ধে শহীদ। ২. আবদুল হক, রাজিহার, কসবার যুদ্ধে শহীদ। ৩. জয়নাল র্সদার, দক্ষিণ রামসিদ্ধি। ৪. আবদুল মারেক, নাঠৈ, ঢাকায় যুদ্ধে শহীদ। ৫. স্বপন কুমার বসু, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, পিতা - মুকুন্দ নাথ বসু, উত্তর চাঁদশী। ৬. ইবিআর ফজলুল হক, রতœপুর; ঢাকায় নিহত। ৭. আবদুল আজিজ সিকদার, গৌরনদী থানা আক্রমণকালে যুদ্ধে শহীদ। ৮. ইবিআর খায়রুল আলম, শরিকল। ৯. খন্দকার আবদুস ছত্তার, কালনা; কসবা যুদ্ধে শহীদ। ১০. হাশেম আলী মোল্লা, সুজনকাটি। ১১. তোরাব আলী দৈয়াপুর। ১২. ভোলানাথ, গৈলা। ১২. যতীন্দ্রনাথ কর, দত্তপাড়া, বাটাজোর। ১৩. দয়মন্তীকর, দত্তপাড়া, বাটাজোর। ১৪. শেফালী রানী সরকার, বাটাজোর। ১৫. শুভদ্রারাণী, দত্তপাড়া, বাটাজোর। ১৬. রাণী বালা সরকার, দত্তপাড়া, বাটাজোর। ১৭. জনার্দন কর, দত্তপাড়া, বাটাজোর। ১৮. যতীন্দ্রনাথ কর, দত্তপাড়া, বাটাজোর। ১৯. জমিরউদ্দিন, উত্তর সিহিপাশা। ২০. মমতা রাণী বিশ্বাস, অধুনা। ২১. হারান চন্দ্র দাস, অধুনা। ২২. নিরোদ বরণ নন্দী, টরকী বন্দর। ২৩. বিশ্বসর নন্দী, টরকী বন্দর। ২৪. নিত্যনন্দ রায়, পশ্চিম সুজনকাটি। ২৫. রজনী কান্ত ভদ্র, মুড়িহার। ২৬. হানিফ খন্দকার, কালনা। ২৭. সূর্য কান্ত দে, সুতার বাড়ী। ২৮. সতীন্দ্র নাথ দাস, কোদালধোয়া। ২৯. গনেশ চন্দ্র দাস, বাগদা। ৩০. সরলা সুন্দরী বৈদ্য, বাকাই। ৩১. স্যামুয়েল হালদার, রাজিহার। ৩২. দ্যানিয়েল হালদার, রাজিহার। ৩৩. জগদীশ চন্দ্র পান্ডে, বাহাদুরপুর। ৩৪. ইপিআর তোরাফ আলী মিয়া, মাগুরা, চট্টগ্রামে যুদ্ধে শহীদ। ৩৫. সুবোধ চন্দ্র বারৈ, চাঁদশী। ৩৬. রাই চরণ বারৈ, বাকাল। ৩৭. দুলাল চন্দ্র নাথ, বাকাল। ৩৮. অতুল চন্দ্র চক্রবর্তী, , বাকাল। ৩৯. শুভদ্রা চক্রবর্তী, , বাকাল। ৪০. ইসমাইল ফকির, বাকাল। ৪১. জয়নাল বিশ্বাস, বাকাল। ৪২. রজনীকান্ত বিশ্বাস, ফুল্লশ্রী। ৪৩. কেতাব আলী, ফুল্লশ্রী। ৪৪. করিম সিকদার, বাহাদুরপুর। ৪৫. প্রফুল্ল কুমার সৈয়াল, মাহিলারা। ৪৫. সিপাহী সিরাজুল ইসলাম, স্যারাল; তালতলী-জুনাহার যুদ্ধে শহীদ। ৪৬. ইপিআর খালেক সর্দার, গৌরনদী; যশোরে নিহত। ৪৭. মালতী রাণী সরকার, বাটাজোর। ৪৮. সিপাহী মীর হান্নান, নাঠৈ; পাবনায় নিহত। ৪৯. খলিল চৌকিদার, মাহিলারা। ৫০. আবদুর রব, কটকস্থল। ৫১. জনাব আলী সরদার, চাঁদশী। ৫২. সরজু রানী হালদার, বারপাইকা। ৫৩. আর্শেদ আলী বেপারী, বাটাজোর। ৫৪. সন্ধ্যারাণী, হরহর, বাটাজোর। ৫৫. সাধনা রাণী সরকার, হরহর, বাটাজোর। ৫৬. আবুল বাশার খান। ৫৭. কাসেমাবাদ, কসবা যুদ্ধে শহীদ। ৫৮. শান্তি রঞ্জন হালদার, সাতলা। ৫৯. দুলারাণী পাল। ৬০. রমা বিহারী। ৬১. নিতাই বেপারী। ৬২. সুমিতা রাণী বৈদ্য ৬৩. কৃষ্ণকান্ত বৈদ্য। ৬৪. বিভারাণী। ৬৫. কালাচান্দ আচার্য, বাটাজোর। ৬৬. সতীন্দ্র চন্দ্র বৈদ্য, রাজিহার। ৬৭. মন্নান মোল্লা, মধ্য সিহিপাশা। ৬৮. সৈজাদ্দিন হাওলাদার, চাঁদশী। ৬৯. পরিমল মন্ডল, চাঁদশী। ৭০. বরুণ চন্দ্র দাস, পালর্দি। ৭১. আবদুল হাকিম দেওয়ান, সুন্দরদী। ৭২. রজ্জব আলী, সুন্দরদী। ৭৩. নারায়ণ চন্দ্র দাস, সুন্দরদী। ৭৪. এরফান হাওলাদার, বেজগতি। ৭৫. গণি সর্দার বেজগতি। ৭৬. রুস্তম আলী তালুকদার, চেঙ্গুটিয়া। ৭৭. ইপিআর কাদের, ধানডোবা। ৭৮. ডা. সুশীল চন্দ্র শর্মা, এলএমএফ, রতœপুর বগুড়ায় নিহত। ৭৯. সুভাষ চন্দ্র ব্যানার্জি,শোলক। ৮০. যোগেন্দ্র নাথ ব্যানার্জি, শোলক। ৮১. বিরেন ব্যানার্জি, শোলক। ৮২. শান্তিনাথ পুততুন্ড, শোলক। ৮৩. নারায়ণ চন্দ্র রায় বিএবিএড, আগৈলঝরা। ৮৪. বিশ্বনাথশীল বিএ, আগৈলঝরা। ৮৫. সুরেন রায়, আগৈলঝরা। ৮৬. নির্মল বেপারী আগৈলঝরা। ৮৭. সোনামদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাটাজোর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।