গোবিন্দচন্দ্র রায়

Barisalpedia থেকে
জন্ম ২৩ অক্টোবর ১৮৩৮। মৃত্যু ১০ জুলাই ১৯১৭। জন্মস্থান মীরপুর, বরিশাল। পিতা ঢাকার দেওয়ান গৌরসুন্দর। সংস্কৃত ও ফারসি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, ফলে পিতৃগৃহ থেকে বিতাড়িত হন। কিছুদিন শিক্ষকতার পর সেটেলমেন্ট অফিসে কেরানির চাকরি পান। এই সময়ে ‘ঢাকা প্রকাশ’ পত্রিকায় সরকারি বিভাগের কর্মচারীদের দুর্নীতি প্রকাশের জন্য প্রাণরক্ষার তাগিদে কাশীতে চলে যান (১৮৬৮)। সেখানে প্রসিদ্ধ হোমিয়োপ্যাথি ত্রৈলোক্যনাথ মৈত্রের আশ্রয়ে হোমিয়োপ্যাথি শিক্ষা পরে আগ্রায় চিকিৎসা-ব্যবসায়ে লিপ্ত হন ও প্রভূত ধনোপার্জন করেন। দেশাত্মবোধক সংগীত-রচনায় যশস্বী হয়েছিলেন। তাঁর রচিত বিখ্যাত ‘ভারত বিলাপে’র প্রথম পঙক্তি ‘কত কাল পরে বল ভারত রে’ লোকের মুখে মুখে ফিরে ছিল। এই সময়কার জাতীয় চেতনা ও উদ্দীপনার ভাবকে তিনি ভাষা ও সুরে বেঁধে ছিলেন। ‘যমুনালহরী’, ‘গীতি-কবিতা’(চার খ-), ‘রোমিয়ো জুলিয়েট’ ইত্যাদি গ্রন্থ ছাড়া কয়েকটি পাঠ্যপুস্তকও রচনা করেন।  

তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।