গোবর্দ্ধন আচার্য

Barisalpedia থেকে

বল্লাল সেন ও লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন গোবর্দ্ধন আচার্য। লক্ষ্মণ সেনের পরাজয়ের পর গোবর্দ্ধন আচার্য কয়েকজন পন্ডিতকে নিয়ে চন্দ্রদ্বীপে আশ্রয় নেন। গৌরনদী থানায় তার নামে গোবর্দ্ধন গ্রাম আছে। তার বংশধরগণ শ্লোক, বামরাইল, হোসেনপুর প্রভৃতি গ্রামে বাস করত। চন্দ্রদ্বীপের ইতিহাস লেখক হোসেনপুর নিবাসী বৃন্দাবন পুততুন্ডু গোবর্দ্ধন আচার্যের বংশধর। গোবর্দ্ধনের বিখ্যাত গ্রন্থ “আর্য সপ্তসতী”। কবি সাত শত শৃঙ্গার শ্লোকে এ কাব্য রচনা করেছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।