"গুরুচৌকা খালের যুদ্ধ, ভোলা, ১৯৭১"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৭ নভেম্বর কমান্ডার আলী আকবর জানান যে, একদল পাকসেনা নৌকায..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৩৭, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৭ নভেম্বর কমান্ডার আলী আকবর জানান যে, একদল পাকসেনা নৌকায় গুরুচৌকা খাল দিয়ে ভোলার দিকে যাচ্ছে। তারা সন্দ্বীপ থেকে আসছে। দলনেতা ১৯ জন মুক্তিযোদ্ধা নিয়ে সকাল ১১ টায় আক্রমণ করে। দুদলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত গুলি বিনিময় হয়। ক্ষিরোদ চন্দ্র ও ল্যান্স নায়েক মোঃ হানিফ গ্রেনেড চার্জ করার জন্য পাকসেনাদের নৌকার কাছে গেলে পাকবাহিনীর সুবেদার আবদুল মালেক চিৎকার করে আত্মসমর্পণের ঘোষণা দেয়। ওবায়েদ মিয়ার নির্দেশে ১৮ জন পাকসেনা ও ১৩ জন রাজাকার আত্মসমর্পণ করে। হাজার হাজার গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। তাদেরকে পরবর্তীতে বরিশালে পাঠিয়ে দেয়া হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।