গুরুচৌকা খালের যুদ্ধ, ভোলা, ১৯৭১

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৭, ২১ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("১৭ নভেম্বর কমান্ডার আলী আকবর জানান যে, একদল পাকসেনা নৌকায..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৭ নভেম্বর কমান্ডার আলী আকবর জানান যে, একদল পাকসেনা নৌকায় গুরুচৌকা খাল দিয়ে ভোলার দিকে যাচ্ছে। তারা সন্দ্বীপ থেকে আসছে। দলনেতা ১৯ জন মুক্তিযোদ্ধা নিয়ে সকাল ১১ টায় আক্রমণ করে। দুদলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত গুলি বিনিময় হয়। ক্ষিরোদ চন্দ্র ও ল্যান্স নায়েক মোঃ হানিফ গ্রেনেড চার্জ করার জন্য পাকসেনাদের নৌকার কাছে গেলে পাকবাহিনীর সুবেদার আবদুল মালেক চিৎকার করে আত্মসমর্পণের ঘোষণা দেয়। ওবায়েদ মিয়ার নির্দেশে ১৮ জন পাকসেনা ও ১৩ জন রাজাকার আত্মসমর্পণ করে। হাজার হাজার গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। তাদেরকে পরবর্তীতে বরিশালে পাঠিয়ে দেয়া হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।