গুরিন্দা

Barisalpedia থেকে

গুরিন্দা পঞ্চদশ শতকের শুরুর দিকে চন্দ্রদ্বীপ রাজসভার মন্ত্রী ছিলেন বলে অনুমিত হয়। তাঁর স্ত্রী বিদ্যাসুন্দরী ছিলেন চন্দ্রদ্বীপের রাজা জয়দেবের দ্বিতীয়া কন্যা। রাজা জয়দেব বিদ্যাসুন্দরীকে কায়স্থ পরিবারের এই সুদক্ষ যুবকের সাথে বিয়ে দেন। রাজা বিদ্যাসুন্দরীকে বোরহানউদ্দীন থানার দেউলী এলাকা দান করেন। রাজা তার জন্য প্রাসাদ নির্মাাণ করে দেন। দেউলীর গুরিন্দাবাড়ীতে বিদ্যাসুন্দরী বাস করতেন। গুরিন্দাবাড়ীতে একটি প্রাচীন দালান ও আর একটি দালানের ধ্বংসাবশেষ আছে। গুরিন্দাবাড়ীর পশ্চিমে তেঁতুলিয়া নদীর তীরে বিদ্যাসুন্দরী দীঘি অবস্থিত। রাণী কমলা কনিষ্ঠ বোনের নামে এই দীঘি খনন করেন। অনেকে বলেন মন্ত্রী গুরিন্দা এই দীঘি খনন করেছেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।