গুপ্তগঞ্জ যুদ্ধ, ভোলা, ১৯৭১

Barisalpedia থেকে

১৯৭১ সালে দৌলতখান থানায় এক প্লাটুন পাক আর্মি অবস্থান করত। তারা ১০ অক্টোবর গুপ্তেরবাজারে লুট করতে য়ায়। তাদের সাথে ছিল দেশীয় রাজাকার। আনসার কমান্ডার আলী আকবরের দলের নায়েক নূরুল ইসলাম মানিক ওরফে শিশু, ল্যান্স নায়েক খোরশেদ আলম, শহীদ, মোখলেছুর রহমান, কাঞ্চন মিয়াসহ ৮ জন বাগানে লুকিয়ে ছিল। বাজার লুট করে পাকবাহিনী ফিরছিল। এমন সময় মুক্তিযোদ্ধারা তাদের আক্রমণ করেন। ৯ জন পাকসেনা ঘটনাস্থলে নিহত হয়। কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়ে মৃত্যুবরণ করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।