গির্জা মহল্লা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৯, ৪ নভেম্বর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("বরিশাল শহরের কেন্দ্রভাগে অবস্থিত গির্জা মহল্লার ইতিহাস..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশাল শহরের কেন্দ্রভাগে অবস্থিত গির্জা মহল্লার ইতিহাসের সাথে জড়িয়ে আছে উইলিয়াম কেরী ও তার পালিতা কন্যার নাম। উইলিয়াম কেরী পর্তুগীজদের নিকট থেকে একটি মুসলমান মেয়েকে উদ্ধার করে তাকে লালন-পালন করে এক মসুলমান যুবকের নিকট বিয়ে দেন। এ মেয়ের নাম ছিল জিন্নাত বিবি। কেরী তাকে জেনেট বলে ডাকতেন। কেরী জেনেটের নামে শহরের গির্জা মহল্লা নিয়ে একটি তালুক ক্রয় করেন। প্রথমে এ তালুকের নাম ছিল জিন্নাত বিবি মহল্লা। ১৯০০-১৯০৮ খ্রিস্টাব্দের ভূমি জরিপে জিন্নাত বিবি ও কেরীর নামে উল্লেখ আছে। কেরী সাহেব অবিভক্ত বাংলার মন্ত্রী হাশেম আলী খানের বাড়ির পশ্চিম পাশে একটি কাঠের গির্জা নির্মাণ করেন। এটাই শহরের প্রথম গির্জা। এই গির্জা থেকে জিন্নাত বিবি মহল্লার নাম হয়ে যায় গির্জা মহল্লা। জিন্নাত বিবির মৃত্যুর পর তার সম্পত্তি নিলামে বিক্রি হয়। এ সম্পত্তি এ্যাংলিক্যান চার্চ ও বামনার চৌধুরীরা ক্রয় করে।



তথ্যসূত্র: বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)