"গিরিজাপ্রসন্ন রায়চৌধুরী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৮৬২। মৃত্যু ১৮৯৯। জন্মস্থান সিদ্ধকাঠী, বরিশাল। প্..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:৩১, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৮৬২। মৃত্যু ১৮৯৯। জন্মস্থান সিদ্ধকাঠী, বরিশাল। প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ. ও বি.এল. পাশ করে কিছুদিন বরিশাল জজ-কোর্টে ও পরে কলকাতা হাই কোর্টে ওকালতি করেন। সাহিত্যিক হিসাবে, বিশেষত ‘বঙ্কিমচন্দ্র’ (তিনখ-) নামক গ্রন্থ রচনা করে বঙ্কিম চরিত্রাবলির সমালোচক হিসাবে খ্যাতিমান হয়েছিলেন। রচিত অন্যান্য গ্রন্থ: ‘গৃহলক্ষ্মী’(দুই খণ্ড), ‘হিতকথা’ প্রভৃতি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।