গায়ত্রী দেবী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:০৭, ১৬ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("গায়ত্রী দেবী ছিলেন প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

গায়ত্রী দেবী ছিলেন প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তাঁর জন্ম বর্তমান বানারীপাড়া উপজেলার গাভা গ্রামে ১২ অক্টোবর ১৯০৮ তারিখে। তাঁর পিতা ছিলেন বিভুচরণ গুহঠাকুরতা। গায়ত্রী দেবীর মৃত্যু ৮ সেপ্টেম্বর ১৯৯৫।

গায়ত্রী দেবী বিবেকানন্দের শিষ্য স্বামী পরমানন্দের ভ্রাতুস্পুত্রী। তিনি পিতৃব্য স্বামী পরমানন্দের প্রেরণায় মাত্র ১৯ বছর বয়সে ১৯২৬ খ্রিস্টাব্দে তাঁর সঙ্গে আমেরিকায় চলে যান। সেখানে ১৯৩৩ খ্রিস্টাব্দে তাঁর নবজীবন গঠনের পর্ব শেষ হয় এবং স্বামী পরমানন্দ তাঁকে মন্ত্রদীক্ষা দেন। ১৯৪০ খ্রিস্টাব্দে পরমানন্দজির প্রয়াণের পর তিনি বোস্টন বেদান্ত সেন্টারের ভার গ্রহণ করে আমৃত্যু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনিই প্রথম ভারতীয় তথা বঙ্গনারী যিনি আমেরিকায় বেদান্ত প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। এদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি নিয়মিত অর্থ সাহায্য করতেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।