গলাচিপা উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০১:৪৬, ২৭ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("১৮৭৩ সালে থানাটি গঠিত। জে সি জ্যাকের গেজেটিয়ার অনুযায়..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৮৭৩ সালে থানাটি গঠিত। জে সি জ্যাকের গেজেটিয়ার অনুযায়ী ১৯১৫ সালে পটুয়াখালী মহকুমার যে ৭টি থানার নাম পাওয়া যায় তার একটি গলাচিপা। ১৯৯৩ সালে থানাটি উপজেলায় উন্নীত হয়। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

গলাচিপা উপজেলার ঐতিহাসিক নিদর্শনসমূহ

১. সুতাবাড়িয়ার দয়াময়ীর মন্দির, গলাচিপা ২. কালা রাজার বিল


গলাচিপা উপজেলার ঐতিহাসিক ঘটনাসমূহ

১. পানপট্টির যুদ্ধ, পটুয়াখালী, ১৯৭১:

গলাচিপা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ: ১. সুবল কর, গলাচিপা। ২. শান্তিরঞ্জন দাস, চিকনিকান্দি। ৩. নিমাইচাঁদ পাল, চিকনিকান্দি। ৪. উমাচরণ দেবনাথ, চিকনিকান্দি। ৫. নিরঞ্জন গাঙ্গুলী, সুতাবারিয়া। ৬. রাধিকামোহন সাহা, গলাচিপা। ৭. সুকুমার রঞ্জন দাস, গলাচিপা। ৮. বাসুদেব, গলাচিপা। ৯. রাধেশ্যাম কুণ্ড, গলাচিপা। ১০. মাখনলাল, মাঝগ্রাম। ১১. আবদুল হক তালুকদার, আওলিয়াপুর। ১২. মনোহর মণ্ডল, বেতাগী।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।