"গজনী শাহ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("হজরত গজনী শাহ কোতোয়ালি থানার চাঁনপুরা গ্রামে ইসলাম ধর্..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৯:২৭, ২৪ অক্টোবর ২০১৭ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

হজরত গজনী শাহ কোতোয়ালি থানার চাঁনপুরা গ্রামে ইসলাম ধর্ম প্রচারের জন্য বসতি স্থাপন করেন। মোগল কর্মচারী বৈরম খাঁ বা বুরুম খাঁ চানপুরা গ্রামে একটি দীঘি খনন করেন। গজনী শাহ দীঘির পাড়ে ধ্যানে মগ্ন থাকতেন। কিছু দিনের মধ্যে বুরুম খাঁর দীঘিটি গজনীর দীঘি বলে পরিচিত হয়। কথিত আছে বুরুম খাঁ ঈর্ষান্বিত হয়ে হজরত গজনী শাহের শিরচ্ছেদ করেন। গজনী শাহ নিজের মাথা হাতে নিয়ে কিছুদূর হেঁটে যান এবং তারপর চিরনিদ্রায় শায়িত হন। দীঘির পাড়ে তাঁর মাজার আছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।