গঙ্গাপুরের চৌধুরী পরিবার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৬, ২৩ মার্চ ২০১৯ পর্যন্ত সংস্করণে ("বোরহানউদ্দিন থানার গঙ্গাপুরের চৌধুরী পরিবার ব্রিটিশ আম..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বোরহানউদ্দিন থানার গঙ্গাপুরের চৌধুরী পরিবার ব্রিটিশ আমল থেকে প্রভাবশালী ছিল। এ পরিবারের আবদুল ওহাব সিকদার তালুক ক্রয় করে চৌধুরী পদবি লাভ করেন।

বংশ তালিকা- আবদুল ওহাব সিকদারের পুত্র আব্দুল জব্বার চৌধুরী, তাঁর পুত্র তোফায়েল আহমেদ চৌধুরী, তাঁর পুত্র খোরশেদ আলম চৌধুরী ও লুৎফুল আলম চৌধুরী; খোরশেদ আলম চৌধুরীর পুত্র মোবাশ্বের উল্লাহ চৌধুরী

কৃতী সন্তানগণ- তার পুত্র তোফায়েল আহমেদ চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি ভোলার চতুর্থ গ্র্যাজুয়েট। তিনি এ.কে. ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ও কৃষক নেতা ছিলেন। ১৯৩৭ খ্রিস্টাব্দে তিনি প্রজাপার্টির প্রার্থী হিসেবে ভোলা থেকে এমএলএ নির্বাচিত হন। তিনি ১৯৫৪ খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট থেকে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৫৫ খৃৃস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার পুত্র লুৎফুল আলম চৌধুরী ন্যাপ নেতা ছিলেন। এ বংশের নূর আহমেদ সিকদার কংগ্রেস নেতা ও সুসাহিত্যিক ছিলেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।