"খোসাল চন্দ্র রায়"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("খোসাল চন্দ্র রায় ঝালকাঠি থানার তারপাশা গ্রামে জন্মগ্রহ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

খোসাল চন্দ্র রায় ঝালকাঠি থানার তারপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কবিরাজ গুরুপ্রসাদ রায় কীর্তিপাশার জমিদার শশীকুমার রায় চৌধুরীর চিকিৎসক ছিলেন। শ্রী খোসাল চন্দ্র রায় বরিশাল বিএম স্কুলের সুপারিনটেন্ডেন্ট ও শিক্ষক ছিলেন। তিনি অশ্বিনী কুমার দত্ত ও বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট বিটসন বেলের স্নেহধন্য ছিলেন। মি. বেভারিজের বাকেরগঞ্জ ইতিহাস ইংরেজী ভাষায় লেখা এবং তা সর্বসাধারণের বোধগম্য নয় বিধায় খোসাল চন্দ্রের ‘বাকরগঞ্জের ইতিহাস’ সর্বমহলে প্রশংসিত হয়। বরিশালের জেলা ম্যাজিষ্ট্রেট বিটসন বেল শ্রী খোসাল চন্দ্র রায়কে তার গ্রন্থ প্রকাশে সার্বিকভাবে সহায়তা করেন। শ্রী খোসাল চন্দ্র রায় তার লেখা গ্রন্থ বিটসন বেলের নামে উৎসর্গ করেন। তিনি বেভারিজের গ্রন্থের অনুসারণে লিখলেও অনেক নতুন তথ্য সংযোজন করেছেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।