খোরশেদ আলম চৌধুরী

Barisalpedia থেকে

উলানিয়া জমিদার পরিবারের অন্যতম কৃতী সন্তান খোরশেদ আলম চৌধুরী ছিলেন বঙ্গীয় ব্যবস্থাপক সভার হিজলা, মুনশা ও মেহেন্দীগঞ্জ এলাকার সদস্য। জন্ম: ১৮৯২ সাল। মৃত্যু: ১৫ মার্চ ১৯৮৫ সাল। গ্রাম: উলানিয়া, থানা : মেহেন্দীগঞ্জ, জেলা: বরিশাল।

বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী খোরশেদ আলম চৌধুরীর জন্ম উলানিয়ার বিখ্যাত জমিদার বংশে ১৮৯২ সালে। বরিশালের যে এলাকা থেকে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন (হিজলা, মুনশা ও মেহেন্দীগঞ্জ) এই এলাকাটি ব্রিটিশ-বিরোধী রাজনীতির ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। মনে-প্রাণে অসাম্প্রদায়িক খোরশেদ আলম চৌধুরী হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের নিকট প্রিয়জন হয়ে উঠতে পেরেছিলেন।

নিজে সাহিত্য চর্চা না করলেও তাঁর প্রবল সাহিত্যানুরাগ ছিল, ফলে তাঁর ব্যক্তিগত সংগ্রহটি দুর্লভ কিছু গ্রন্থের জন্য মূল্যবান হয়ে উঠে। তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। ধর্মানুরাগী খোরশেদ আলম চৌধুরী দু’বার হজ্জ্বব্রত পালন করেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ প্রায় ৯৩ বছর বয়সে আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী ইন্তেকাল করেন।


তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।