খেপুপাড়া সমবায় সমিতি

Barisalpedia থেকে

১৯১০ খ্রিস্টাব্দে খেপুপাড়া সমবায় বিক্রয় ও সরবরাহ সমিতির কাজ ৪২ হাজার টাকা মূলধন নিয়ে শুরু হয়। চল্লিশের দশকে এর মূলধন দাঁড়ায় ১ লক্ষ টাকায়। সমিতির উদ্যোগে জেলা ম্যাজিষ্ট্রেট ডনোভনের সময় (১৯২৮-৪০) লিউইলিন ম্যাচ ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। ম্যাচ ফ্যাক্টরি প্রতিষ্ঠায় কলোনাইজেশন অফিসার ফরিদ উদ্দীন আহমেদ অগ্রণী ভ‚মিকা পালন করেন। সমবায়ের আয় হতে খেপুপাড়া হাইস্কুল ও থানার বিভিন্ন নামে ৭টি মধ্য ইংরেজী স্কুল প্রতিষ্টিত হয়। সমবায় আন্দোলন খেপুপাড়ায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।