খলিসাকোটা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:১০, ৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("খলিসাকোটা বানারীপাড়া উপজেলার এক বিখ্যাত গ্রাম। এ গ্রাম..." দিয়ে পাতা তৈরি)

খলিসাকোটা বানারীপাড়া উপজেলার এক বিখ্যাত গ্রাম। এ গ্রামের শ্যামচরণ তর্ক চ‚ড়ামণি ও শ্রীমোহন বিদ্যালঙ্কার প্রধান পÐিত ছিলেন। এ গ্রামের নবাব আলীবর্দী খানের চিকিৎসক রাম নারায়ণের পৌত্র মদন নারায়ণ রোগী দেখে ৬ মাস পূর্বে মৃত্যুর সময় নিরূপণ করতে পারতেন বলে কথিত আছে। রাম নারায়ণের জ্যেষ্ঠ ভ্রাতা রামকৃষ্ণ রায় ১৮ শতকের শেষভাগে এবং ১৯ শতকের প্রথম ভাগে কয়েকখানা চিকিৎসা পুস্তক রচনা করেন। ‘রসসার’ তার বিখ্যাত চিকিৎসাগ্রন্থ। এ বংশের ৫ম পুরুষ রামমানিক্য ১৯ শতকে কয়েকখানা সংস্কৃত গ্রন্থ রচনা করেন। কালী নারায়ণ রাজা উদয় নারায়ণের প্রধান পÐিত ও চিকিৎসক ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।