ক্ষুদ্রকাঠি

Barisalpedia থেকে

বাবুগঞ্জ থানাধীন ক্ষুদ্রকাঠি গ্রামে সাময়িকভাবে চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী ছিল। যুদ্ধে আহত কন্দর্পনারায়ণ ক্ষুদ্রকাঠিতে মৃত্যুবরন করেন। ক্ষুদ্রকাঠিতে তার সমাধি ছিল। অনেক বছর সমাধিটি বাবুগঞ্জ নদীতে বিলীন হয়েছে। ক্ষুদ্রকাঠির আতাউর রহমান সিকদারের বাড়ির সংলগ্ন ভূমিতে রাজবাড়ি ছিল।

যশোরের রাজা প্রতাপাদিত্যের বংশধর রামকৃষ্ণ গুহ রায় রাজা রামচন্দ্রের আতিথ্য গ্রহণ করেন। রাজা তাকে ক্ষুদ্রকাঠি গ্রাম দান করেন। রামকৃষ্ণের পুত্র রামলোচন এখানে পুনরায় বসতি স্থাপন করেন। চন্দ্রদ্বীপ রাজধানীকে কেন্দ্র করে অনেক সম্প্রদায় এখানে বসতি স্থাপন করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।