কেওড়ার জমিদার চৌধুরী পরিবার

Barisalpedia থেকে

ঝালকাঠির কেওড়ার চৌধুরী পরিবার ঝালকাঠিরই পোনাবালিয়ার বিখ্যাত জমিদার বংশের শাখা। এঁরাও সেলিমাবাদ পরগণার জমিদার। এ বংশের আদি পুরুষ রামকৃষ্ণ হাবেলি সেলিমাবাদের প্রথম জমিদার। দেউড়ী নিবাসী নরেন্দ্রগুপ্তের কন্যাকে বিয়ে করে রামকৃষ্ণ এ অঞ্চলে বসতি স্থাপন করেন। এ বংশের গোবিন্দ চৌধুরী কেওড়ার আদি পুরুষ। কেওড়ার চৌধুরীরা সেলিমাবাদ পরগণার বিশিষ্ট তালুকদার ছিলেন। এ বাড়ির কালী প্রসাদ সেন, রাম হৃদয় সেন, গোলক চন্দ্র সেন, নবীন চন্দ্র রায়, মথুরানাথ সেন প্রমুখ বিশেষভাবে বিখ্যাত।

বংশলতিকা: মদনানন্দের পুত্র ভবানন্দ, তাঁর দুই পুত্র রামবল্লভ ও রামকৃষ্ণ। রামকৃষ্ণের পুত্র গোবিন্দ, তাঁর পুত্র মধুসূধন, তাঁর পুত্র রামকান্ত ও শ্রীকান্ত। রামকান্তের পুত্র রতœমনি, তাঁর পুত্র গৌরমোহন ও গোলক। গৌরমোহনের পুত্র গিরীশ, তাঁর পুত্র সতীশ। গোলকের পুত্র শীতল ও নিবারণ। শীতলের পুত্র রোহিনী। নিবারণের পুত্র নিশি। মধুসূদনের দ্বিতীয় পুত্র শ্রীকান্তের পুত্র শীনাথ, তাঁর পুত্র জগমোহন, তাঁর পুত্র চন্দ্রনাথ, তাঁর পুত্র চিন্তাহরণ, তাঁর পুত্র ইন্দ্রভূষণ। দ্বিতীয় আদি পুরুষ ভবানন্দের প্রথম পুত্র রামবল্লভ, তাঁর পুত্র রমাপতি, তাঁর পুত্র রাম নারায়ণ, তাঁর পুত্র শ্রীরাম, তাঁর পুত্র কৃষ্ণ বল্লভ, তাঁর পুত্র নীলমণি, তাঁর পুত্র চূড়ামণি, তাঁর পুত্র চন্দ্রমোহন, তাঁর পুত্র মথুরানাথ।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।