কৃষ্ণানন্দ সার্বভৌম

Barisalpedia থেকে

কৃষ্ণানন্দ সার্বভৌম একজন বিদগ্ধ শাস্ত্রীয় পণ্ডিত। জন্ম আনু. ১৭৭৫। মৃত্যু ১৮৪০। জন্মস্থান বাকলা, বরিশাল। পিতা রামকান্ত তর্কালঙ্কার। বরিশাল কলসকাঠির বিখ্যাত ব্রাহ্মণ জমিদার বংশের আশ্রয়ে যে-সমস্ত পণ্ডিত বাকলা সমাজকে উজ্জ্বল করেছেন তাঁদের মধ্যে কৃষ্ণানন্দ বিশেষভাবে স্মরণীয়। নবদ্বীপে শঙ্কর তর্কবাগীশের কাছে অধ্যয়নকালেই তিনি যশস্বী হয়েছিলেন। তাঁর পাণ্ডিত্যখ্যাতির জন্য মিথিলা প্রভৃতি ভারতের নানা অঞ্চল থেকে বহু ছাত্র তাঁর টোলে অধ্যয়নের জন্য আসত। বাকলার সমগ্র পণ্ডিতমণ্ডলীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি একবার নবমীর দিনই দুর্গা-প্রতিমা বিসর্জন দেন। সেই ‘কৃষ্ণানন্দী দশহরা’র কথা লোকমুখে এখনো প্রচলিত আছে।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।