কৃষ্ণবল্লভ দেব

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৩৯, ২১ মার্চ ২০১৭ পর্যন্ত সংস্করণে ("কৃষ্ণবল্লভ দেব চন্দ্রদ্বীপ রাজবংশের চতুর্থ রাজা। রমাবল..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কৃষ্ণবল্লভ দেব চন্দ্রদ্বীপ রাজবংশের চতুর্থ রাজা। রমাবল্লভের মৃত্যুর পর তার পুত্র কৃষ্ণবল্লভ আনুমানিক ১৩৮০ সালে চন্দ্রদ্বীপের সিংহাসনে আরোহণ করেন। মিঃ বেভারিজ কৃষ্ণবল্লভকে শ্রীবল্লভ লিখেছেন। কুলপঞ্জিতে কৃষ্ণবল্লভ দেখা যায়।

কৃষ্ণবল্লভের বিস্তারিত ইতিহাস পাওয়া যায়নি। তিনি ধার্মিক, সদাচারী ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি কায়স্থদের জন্য বাকলা সমাজের উন্নতি সাধন করেন। কৃষ্ণবল্লভের রাজত্বকালে বাংলার ইতিহাসে রাজনৈতিক পরিবর্তন ঘটে। সিকান্দার শাহের পুত্র গিয়াসউদ্দীন আজম শাহ ১৩৯৩-১৪১৪ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন। তার মৃত্যুর পর গৌড়ের সিংহাসন নিয়ে বিবাদ শুরু হয়। ইলিয়াস শাহী শাসন উচ্ছেদ করে গণেশ ১৪১৪ খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে অধিকার করেন। গণেশ সিংহাসন ত্যাগ করলে তার পুত্র জালাল উদ্দীন সিংহাসনে আরোহণ করেন। কিন্তু গণেশের সময় চন্দ্রদ্বীপের রাজা ছিলেন কৃষ্ণবল্লভ। কৃষ্ণবল্লভ ১৪২০ সাল পর্যন্ত রাজত্ব করেন।

তাঁর মৃত্যু সাল ১৪২০ ।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খ-)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।