কৃষ্ণদাশ বল্লভ

Barisalpedia থেকে

কৃষ্ণদাশ বল্লভ ওরফে কৃষ্ণ বল্লভ ছিলেন পলাশীর কুখ্যাত ষড়যন্ত্রকারী রাজবল্লভের পুত্র। বরিশালের বুজুর্গ উমেদপুর পরগণার জমিদার আগাবাকেরকে হত্যার পরে রাজবল্লভ বুজুর্গ উমেদপুর, সেলিমাবাদ ও অন্যান্য পরগণারও জমিদার হয়ে ওঠেন। রাজবল্লভের দ্বিতীয় পুত্র কৃষ্ণদাস বল্লভ বরিশালের কৃষকদের উৎপীড়ন করে এই পরগণাসমূহ থেকে প্রচুর অর্থ সঞ্চয় করেন।আদায়কৃত রাজস্ব মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলার নিকট জমা না দিয়ে কৃষ্ণদাশ বল্লভ কলিকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গে আশ্রয় নেয়। সিরাজদ্দৌলা কোম্পানির গভর্নর ড্রেককে কৃষ্ণদাশকে ফেরত দেয়ার নির্দেশ দেন। কোম্পানি এ নির্দেশ অমান্য করলে সিরাজউদ্দৌলা ১৭৫৭ খ্রিঃ কলিকাতা আক্রমণ করেন।

পলাশী যুদ্ধে তিনি সিরাজউদ্দৌলার বিরোধিতা করেন। ১৭৬০ খ্রিঃ ৩০ অক্টোবর মীর কাশিম বাংলার নবাব হলে রাজবল্লভ ও তারপুত্র কৃষ্ণদাশ বল্লভ পুনরায় ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব মীর কাশিম ষড়যন্ত্রের অভিযোগে ১৭৬৩ খ্রিঃ রাজবল্লভ, কৃষ্ণ দাশ বল্লভ, জগৎশেঠ, মাহাতব চাঁদ, স্বরূপ চাঁদ ও রাম নারায়ণকে মুঙ্গের দুর্গের চূড়া থেকে গঙ্গায় নিক্ষেপ করে হত্যা করেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খণ্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।