কুসুমকুমারী রায়চৌধুরী

Barisalpedia থেকে

জন্ম ও মৃত্যু তারিখ অজ্ঞাত। উত্তরপ্রদেশের মৈনপুরীতে জন্ম। স্বামী লাখুটিয়া, বরিশালের জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরী। খ্যাতনামা লেখিকা। তাঁর রচিত ‘স্নেহলতা’ উপন্যাসটি ১৮৯০ খ্রি. প্রকাশিত হয়। অন্যান্য উপন্যাস: ‘প্রেমলতা’, ‘শান্তিলতা’ ও ‘লুৎফউন্নিসা’। এ ছাড়া ‘প্রসূনাঞ্জলি’ নামে ধর্মসন্দর্ভমূলক একখানি গ্রন্থও তিনি রচনা করেছিলেন। স্বামীর সঙ্গে তিনি ব্রাহ্মসমাজভুক্ত হন এবং সমাজের উপাসনায় সংগীত পরিবেশন করতেন। কবি ও সাহিত্যিক দেবকুমার রায়চৌধুরী তাঁর পুত্র।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।