কুসুমকুমারী দাশ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০০, ১৯ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

কুসুমকুমারী দাশ.jpg

জন্ম ১৮৭৫। মৃত্যু ২৫ ডিসেম্বর ১৯৪৮। জন্মস্থান গৈলা, গৌরনদী, বরিশাল। পিতা চন্দ্রনাথ দাশ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করায় স্বগ্রামচ্যুত হয়ে বরিশাল শহরে বাস করতেন। স্বামী সত্যানন্দ দাশ। কবি কুসুমকুমারী কলকাতা বেথুন স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন। ১৯ বছর বয়সে পতিগৃহে এসে তিনি জ্ঞানচর্চার একটি প্রশস্ত ক্ষেত্র পেয়েছিলেন। এখানে শিশুদের জন্য ‘কবিতা-মুকুল’ পুস্তক রচনা করেন। ‘পৌরাণিক আখ্যায়িকা’ তাঁর গদ্যগ্রন্থ। ‘প্রবাসী’ , ‘ব্রাহ্মবাদী’, ‘মুকুল’ প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা প্রায়ই প্রকাশিত হত। তাঁর বিখ্যাত কবিতা: ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে!’ এ ছাড়া তাঁর স্বদেশি যুগের কবিতা, দেশবিভাগের ফলে আর্ত জনগণের দুর্দশার কাহিনি সংবলিত কবিতা, সাময়িক ঘটনা অবলম্বনে ও মনীষীগণের উদ্দেশ্যে লিখিত কবিতাও উল্লেখযোগ্য। ‘নারীত্বের আদর্শ’ প্রবন্ধ লিখে স্বর্ণপদক পান। বহু বছর তিনি বরিশাল ব্রাহ্মিকা সমাজের আর্চাযের কাজ করেছেন। বরিশালের বহুবিধ সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর পুত্র কবি জীবনানন্দ দাশ লিখেছেন, ‘সাহিত্য পড়ায় ও আলোচনায় মাকে বিশেষ অংশগ্রহণ করতে দেখেছি। দেশি বিদেশি কোনো কোনো কবি ও ঔপন্যাসিকের কোথায় কি ভাল, কি বিশেষ তাঁরা দিয়ে গেছেনÑএ সবের প্রায় প্রথম পাঠ তাঁর কাছ থেকে নিয়েছি। তাঁর স্বাভাবিক কবি মনকে তিনি শিক্ষিত ও স্বতন্ত্র করে তোলবার অবসর পেয়েছিলেন। কিন্তু বেশি কিছু লিখবার সুযোগ পেলেন না। ...তখনকার দিনের সেই অসচ্ছল সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হল না।’


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।