"কুমুদবিহারী গুহঠাকুরতা"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("জন্ম ১৯০৬। মৃত্যু ২৮ এপ্রিল ১৯৭৪। জন্মস্থান বানারিপাড়া..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১১:১২, ২১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

জন্ম ১৯০৬। মৃত্যু ২৮ এপ্রিল ১৯৭৪। জন্মস্থান বানারিপাড়া, বরিশাল। ছাত্রাবস্থায় অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে অনুশীলন পার্টিতে যোগ দেন। ইংরেজ সরকারের আমলে তিনি ২০ বছর কারাদ- ভোগ করেন। ১৯৪৭খ্রি. দেশবিভাগের পর পূর্ব-পাকিস্তানে বাসকালে পাক সরকারের আমলে ১০ বছর কারান্তরালে কাটান। বরিশাল জেলা ‘ন্যাপ’ ও কৃষক সমিতির একজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।